Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

 

১।ফৌজদারী কার্যবিধি আইনে বিচার কার্য সম্পন্ন করা হয়।

 ২। বিজ্ঞ আইনজীবির মাধ্যমে অথবা নিজে আদালতে এসে (জুডিসিয়াল  ম্যাজিষ্ট্রাট) বরাবরে আবেদন দাখিল করতে হবে। এজন্য আদালতের বেঞ্জ সহকারী (পেশকার) সহযোগীতা করবে।

৩। থানায় মামলা দায়েরের পর তা কোর্টে উপস্থাপন করে বিচারের কার্যক্রম শুরু হয়।

৪।আবেদন খানা বিঞ্জ আদালতের নিকট বেঞ্জ সহকারী পেশ করবে এবং আদালত পরবর্তী কাযক্রমের জন্য নির্দেশনা প্র্রদান করবে।

৫। বিজ্ঞ আদালতের নিদের্শ অনুযায়ী বিবাদীদের বিরু্দ্ধে নোটিশ ইস্যু করার পর জারী কারক দিয়ে বিবাদীর নিকট নোটিশ পাঠানো হয়।

৬। বিবাদীরা বিজ্ঞ আদালতে আসার পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।